১৬ বছর বরখাস্ত থাকার পর আবার অধ্যক পদে বহাল ৩২৬ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছিল।
ষোল বছর আগে কুমিল্লা দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন আবদুস সাত্তার। তখন তার বিরুদ্ধে ৩২৬ টাকা চুরির অভিযোগ আনা হয়। এ কারণে তাকে পরিচালক পদ থেকে বরখাস্ত করা হয়। তহবিল চুরির বিষয়টি দূষিত বলে অভিযোগ করে তিনি একটি মামলা করেন। মামলাটি ১৫ বছরেরও বেশি সময় ধরে বিচারাধীন ছিল। সুপ্রিম কোর্ট তাকে স্কুলের অধ্যক্ষ হিসেবে পুনর্বহাল করার নির্দেশ দেয়।
আব্দুস সাত্তারকে কলেজে ফিরে যেতে দিন। দেড় যুগেরও বেশি সময় পর গতকাল কলেজ ক্যাম্পাসে এসে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। আবদুস সাত্তার বলেন, রাজনৈতিক প্রভাবে কোনো কারণ ছাড়াই আমাকে নির্যাতিত করা হয়েছে। যদিও নিয়ম হল স্থগিতাদেশের সময় অর্ধেক বেতন দেওয়া হয়, তবে সুবিধাগুলি বন্ধ রাখা হয়। কুমিল্লার একটি বাড়িতে সে হুমকি দিলে সেখানে পুলিশ পাঠানো হয়। মামলা তুলে নিতে সুপ্রিম কোর্টের বারান্দা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়।
No comments:
Post a Comment